Health & Beauty
এখন ত্বক হবে সতেজ ও প্রাণবন্ত Aloe Vera এর সাথে। ত্বককে ভালো রাখতে, ত্বকে গ্লো আনতে, সজীব রাখতে ও অন্যান্য সৌন্দর্য চর্চায় এই প্রাকৃতিক উপাদানের কোনও বিকল্প নেই। কারণ এলোভেরা শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে না, সেই সঙ্গে নানা ধরনের স্কিন প্রবলেমকেও দূরে রাখে।
এলোভেরাতে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে বিউটি প্রোডাক্ট হিসেবে এলোভেরার জনপ্রিয়তা বহুল। শুধু কি তাই! এতে রয়েছে ল্যাকটিন, মেনাস এবং পলিস্যাকারাইড। এই উপাদানগুলো নানাভাবে ত্বকের উপকার করে থাকে।
এলোভেরা ত্বককে ময়েশ্চারাইজ করে, আর্দ্রতা রক্ষা করে। যার ফলে ত্বক হয় সফট, অয়েল ফ্রি এবং গ্লোইং। সেই সাথে ত্বকের ইরিটেশন ও লালচে ভাব দূর করতে সাহায্য করে
এছাড়া এলোভেরা চুলের রুক্ষতা ও ড্যানড্রাফ কমাতে সাহায্য করে
No comments
New comments are not allowed.